গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে এসব কর্মসূচি পালিত হয়।
বিকেলে বিশ্বনাথ পৌরশহর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের প্রবাসী চত্বরে এসে পথসভায় মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
পথসভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আজমল আলী আতিক। বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মাহিদুল ইসলাম রাজু, সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ সানি এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহন।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক বুরহান আহমদ, নূরুল আমিন, ওলিউর রহমান, মিজানুর রহমান, জামাল আহমদ, আবু বকর, মইনুল ইসলাম, কিবরিয়া, আবুল খায়ের প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারেও র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় সিলেট-২ আসনে দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জামান সিদ্দিকীর সমর্থনেও প্রচারণা চালানো হয়।
