দুর্ঘটনাকে মারামারির নাটক সাজিয়ে মামলা: ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কানাইঘাট প্রতিনিধি

মোটরসাইকেল দুর্ঘটনাকে মারামারির ঘটনা সাজিয়ে আদালতে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের আনোয়ারুল ইসলাম চৌধুরীর ছেলে মাহতাব উদ্দিন চৌধুরী।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় কানাইঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহতাব উদ্দিন অভিযোগ করেন, একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে ছাদিকুর রহমানের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলমান। ছাদিকুর রহমান তার ব্যক্তিগত একটি প্রাইভেট স্কুলের রাস্তা নির্মাণের অজুহাতে তাদের মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় তিনি একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন।

মাহতাব উদ্দিন বলেন, গত ১১ সেপ্টেম্বর ছাদিকুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন—যা স্থানীয়রা সবাই জানেন। কিন্তু ওই দুর্ঘটনাকে সংঘর্ষের ঘটনা হিসেবে সাজিয়ে ১৯ অক্টোবর তিনি আমার বৃদ্ধ পিতা ও পরিবারের আরও চারজন সদস্যকে আসামি করে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং ৩৬৩) আরেকটি মিথ্যা মামলা দায়ের করেছেন।

তিনি দাবি করেন, মামলাটিতে সম্পূর্ণ বানোয়াট অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার প্রায় দেড় মাস পর এই মামলা দায়ের করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত। ছাদিকুর রহমান স্থানীয় প্রশাসন ও আদালতকে বিভ্রান্ত করে তাদের হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিনের পিতা আনোয়ারুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মঈন উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী জয়নুল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল্লাহ মিয়া, আব্দুস ছুবহান, শরীফ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন