জকিগঞ্জ প্রতিনিধি
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করে জরুরি ঘোষণা জারি করেছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে জকিগঞ্জসহ সিলেট জেলার সব উপজেলাবাসীকে আগামী ৭ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন এবং যেসব ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের মৃত্যু নিবন্ধন দ্রুত সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরবর্তীতে এক বছর বয়সের পর শিশুর জন্ম নিবন্ধন বা ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা যাবে না।
এছাড়া সতর্ক করে বলা হয়েছে, জন্ম নিবন্ধন সনদ ছাড়া শিশুর টিকা প্রদান, ভবিষ্যতে স্কুলে ভর্তি কিংবা পাসপোর্ট তৈরি করা সম্ভব হবে না।
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।