ভারতের ভেতরে খাসিয়াদের গুলিতে কানাইঘাটের যুবক নিহত


কানাইঘাট প্রতিনিধি


সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ভারতের ভেতরে প্রায় পাঁচশ গজ অভ্যন্তরে।

নিহত যুবকের নাম সাকিল আহমদ। তিনি কানাইঘাট উপজেলার দনা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানকালে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই সাকিল আহমদ মারা যান।

এ ঘটনায় ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন