জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার-এর উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আবদুল মুসাব্বির আইয়রীর সভাপতিত্বে এবং নাইবে মুহতামিম মুফতি আবদুল মুনতাকিমের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান ও শিক্ষা সচিব মাওলানা ওয়ালী উল্লাহ। এতে বিভিন্ন মাদরাসার প্রায় দুই শতাধিক আসাতিযায়ে কেরাম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন জামিয়ার শায়খুল হাদীস মাওলানা মুফতি মাহমুদ হোসাইন বারঠাকুরী। এছাড়া কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম করাচি (পাকিস্তান)-এর সাবেক উস্তায মুফতি মুহাম্মাদ মনসুর আহমদ এবং মদীনা থেকে আগত মুফতি আব্দুল মালিক আল আতীক।
আলোচকবৃন্দ পাঠদানের কৌশল, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক ও শিক্ষকগণের আত্মোন্নয়নমূলক জ্ঞানচর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষককে প্রথমে নিজের মর্যাদা উপলব্ধি করতে হবে। পাঠদানের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান, নিয়মিত মুতালাআ এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহ-মমতা প্রদর্শনই একজন সফল শিক্ষকের প্রধান বৈশিষ্ট্য।
উপস্থিত শিক্ষকবৃন্দ আলোচকদের প্রাণবন্ত ইলমি বক্তব্যে অনুপ্রাণিত হন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কয়েকজন প্রশিক্ষণার্থী অনুভূতিমূলক সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।
পরিশেষে মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মুসাব্বির আইয়রীর দুআ ও নসীহতের মাধ্যমে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।