‘আমার ময়না টিয়া’ আঞ্চলিক গানের শিল্পী আলী ইনসান আর নেই


স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের ছাতক উপজেলার আঞ্চলিক সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান (৩৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আলী ইনসান ছিলেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের বাসিন্দা এবং মৃত দুধু মিয়ার ছেলে। স্থানীয় সংস্কৃতি অঙ্গনে তিনি পরিচিত ছিলেন একজন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে।

তাঁর গাওয়া “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করমু তুমায় বিয়া” গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। এই গানেই মূলত তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি পান।

এ ছাড়াও তাঁর গাওয়া “বিয়াইন চমকিয়া যাইবায়, আমরার ছাতক যেদিন তুমি বেড়াইতে আইবায়” এবং “যে রোগে ধইরাছে আমায়, বাঁচার উপায় নাই”—এই গানগুলোও ছাতক ও আশপাশের এলাকায় শ্রোতাদের মন জয় করে নেয়।

সংস্কৃতিকর্মীরা জানান, আলী ইনসান ছিলেন লোকজ সংগীতের ধারক ও বাহক। তাঁর গানগুলোতে ফুটে উঠত গ্রামীণ জীবনের হাসি–কান্না, প্রেম–বিরহ ও মানুষের মাটির টান।

তাঁর চাচাতো ভাই কামাল আহমেদ বলেন, “আলী ইনসান শুধু গান গাইতেন না, নিজের ভাষায় জীবনের গল্প বলতেন। তাঁর গানেই মানুষ নিজেদের খুঁজে পেত। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শিল্পীর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে শোক প্রকাশ করেন।অনেকে তাঁর জনপ্রিয় গানগুলো শেয়ার করে স্মরণ করেন শিল্পীকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন