জকিগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীতে মসজিদে কোরআন তালীম কর্মসূচিতে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় গভীর প্রতিবাদ জানিয়ে সপ্তাহব্যাপী ঘোষিত কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ‘দারসুল কুরআন’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জকিগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (২৬ অক্টোবর) বাদ জোহর জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া মসজিদে অনুষ্ঠিত এ দারসে সভাপতিত্ব করেন উপজেলা শিবির সভাপতি নাজির আহমদ আফজাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কুরআনের তাৎপর্য ও জীবনঘনিষ্ঠ শিক্ষা নিয়ে আলোচনা করেন জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা শাহরিয়ার ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অফিস ও এইচআরডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন উপজেলা অর্থ সম্পাদক ফজল আহমদ, প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী, পৌরসভা সভাপতি আব্দুল হাফিজ, এবং উপজেলা ও পৌর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, কুরআন শিক্ষা মুসলমানদের মৌলিক দায়িত্ব এবং জীবন পরিচালনার পথনির্দেশনা। কুরআন শিক্ষা ও তালীম কার্যক্রমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশব্যাপী কুরআনের শিক্ষা ও চেতনা ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।