মৌলভীবাজারে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’-এর শুভ উদ্বোধন শুক্রবার

প্রকৃতি, পাখি ও প্রাণপ্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ


মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশে প্রথমবারের মতো প্রকৃতি ও পরিবেশপ্রেমীদের জন্য গড়ে উঠেছে ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’—এক অনন্য প্রকৃতিবান্ধব বিনোদনকেন্দ্র। তরুণ ও প্রবাসী একদল উদ্যোক্তার উদ্যোগে প্রতিষ্ঠিত এই ইকো ভিলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ৩১ অক্টোবর, শুক্রবার সকাল ১১টায়। উদ্বোধনের পরই এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে প্রায় সাড়ে পাঁচ একর জায়গাজুড়ে বিস্তৃত এ ইকো ভিলেজটি। সবুজ ফসলি জমি আর গ্রামীণ আবহে ঘেরা স্থাপনাটিতে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। এখানে রয়েছে দেশি–বিদেশি নানা প্রজাতির পাখি, প্রাণী, ফুল ও ফলের সমাহার।

প্রবেশ করলেই চোখে পড়বে গাছে গাছে রাধাচূড়া, ঝুমকো জবা ও বকফুল। ঘাসে চরে বেড়াচ্ছে টার্কি ও নানা জাতের মুরগি; পুকুরে সাঁতার কাটছে ব্ল্যাক সোয়ান, রাজহাঁস, চীনা হাঁস ও আমেরিকান ঝুঁটি হাঁস। পাখি ও প্রাণীদের জন্য তৈরি করা হয়েছে বনের মতো প্রাকৃতিক পরিবেশ—যেখানে তারা বাসা বাঁধছে, ডিম দিচ্ছে এবং দর্শনার্থীদের ডাকে সাড়া দিচ্ছে।

শুধু পাখি নয়, দর্শনার্থীদের জন্য রয়েছে কৃত্রিম ঝরনা, রঙিন মাছের পুকুর, বার্ড লার্নিং সেন্টার, ইল্যুশন মিউজিয়াম, কিডস জোন, রেস্তোরাঁ ও মসজিদ। খোলা আকাশের নিচে রয়েছে ছবি তোলার কর্নারও।

উদ্যোক্তারা জানান, প্রায় সাত কোটি টাকার বিনিয়োগে গড়ে ওঠা এ প্রকল্পে রোপণ করা হয়েছে জারুল, হিজল, শিমুলসহ দেশি–বিদেশি বিভিন্ন ফল ও ফুলের গাছ। এখানে রয়েছে ম্যাকাও, কাকাতুয়া, পিজেন্ট, সাদা ও হলুদ টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখি।

‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’-এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমেদ চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য মৌলভীবাজার জেলার পর্যটন সম্ভাবনাকে সমৃদ্ধ করা এবং মানুষকে পাখি–প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ করা। আমরা চাই, মানুষ প্রকৃতিকে ভালোবাসুক ও সংরক্ষণে এগিয়ে আসুক।”

ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার থেকে অফিসবাজারের দিকে যাওয়া সড়ক ধরে কিছু দূর গেলেই দেখা মিলবে এই সবুজ–ঘেরা ‘বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ’-এর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন