সিলেটের তিন সহোদর সাংবাদিকের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া



মুহাম্মদ গৌছুজ্জামান


দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান মো. ইসলাম আলী, দৈনিক শ্যামল সিলেট-এর স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু এবং দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপুর পিতা, বিশিষ্ট মুরুব্বি আব্দুন নূর (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদ জুমা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের বড় ছেলে ব্যবসায়ী মো. জালাল উদ্দিন জানাজায় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে, সাংবাদিকদের পিতা বিশিষ্ট মুরুব্বি আব্দুন নূরের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের প্রতি শোকসন্তপ্ত সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন