তাহিরপুরে নারী ভোটারদের নিয়ে ধানের শীষের পক্ষে আনিসুল হকের উঠান বৈঠক


তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেছেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও দশের সার্বিক উন্নয়ন হবে, মানুষ ফিরে পাবে তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা।

আনিসুল হক আরও বলেন, “আমরা এমন একটি সোনার বাংলাদেশ গড়তে চাই—যেখানে মানুষ থাকবে স্বাধীন, কর্মসংস্থান বাড়বে, কৃষক পাবে ন্যায্য মূল্য, তরুণ প্রজন্ম পাবে কাজের সুযোগ।”

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ১, ২, ৩ ও ৫নং ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে পৃথক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নারী ভোটারদের সামনে তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠক শেষে আনিসুল হক স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল মোতালিব কানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন