বিশ্বনাথের আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনকে ‘ডিমোশন’ করে বদলি

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ


সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেনকে পদাবনতি (ডিমোশন) করে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন (নিয়মিত) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁকে সংযুক্ত করা হয়েছে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) সিলেটের লেকচারার পদে। সংযুক্তিকালীন সময়ে তিনি মূল কর্মস্থল থেকেই বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

অন্যদিকে, তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথিক) মো. আনিসুল হোসেন।

গত ২৭ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার আটপাড়া গ্রামের ডা. শাহাদাত হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও কর্তৃত্বের অপব্যবহারের অভিযোগে দীর্ঘদিন ধরে স্থানীয় সচেতন মহল, স্বাস্থ্যসচেতন নাগরিক ও সেবা প্রত্যাশীরা প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চালিয়ে আসছিলেন।

স্থানীয়দের মতে, স্বাস্থ্য অধিদপ্তরের এই সিদ্ধান্ত কার্যত দেলোয়ার হোসেনের “ডিমোশন”। কারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (ভারপ্রাপ্ত) পদ থেকে তাঁকে ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে, যেখানে কোনো প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্ব নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন