দোয়ারাবাজারে ইরার হোইফা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


শাহ্ মাশুক নাঈম,


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হাওরাঞ্চলের উন্নয়ন সংস্থা ‘ইরা’ বাস্তবায়িত হোইফা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন টুগেদার প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী প্রসুন রায় এবং পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ফয়সল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ

সভায় প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এমও অদিতী বিশ্বাস মৌ। তিনি জানান, হোইফা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার উপজেলার তিনটি ইউনিয়ন—দোয়ারাবাজার সদর, পান্ডারগাঁও ও সরমা ইউনিয়নের ১০–১৯ বছর বয়সী কিশোরীদের মধ্যে মানবিক সহায়তা ও ডিগনিটি কিট বিতরণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে মোট ৫০০ পরিবার উপকৃত হবে, যার মধ্যে ৩০০ জন কিশোরী ডিগনিটি কিট এবং ২৫০টি পরিবার মানবিক সহায়তা পাবে।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কিশোরীদের সার্বিক উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে সহায়তা প্রদানের লক্ষ্যে ইরার এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন