নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীদের জন্য আসছে নির্বাচনী আমেজ। ঘোষিত হয়েছে ‘জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন–২০২৫’ এর আনুষ্ঠানিক তফসিল। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ ঘোষণা দেওয়া হয়।
সব কার্যক্রম শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ পরে জানানো হবে, যা সম্ভাব্যভাবে ২৯ নভেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
প্রার্থিতা দাখিলের জন্য বিভিন্ন পদের বিপরীতে নির্ধারিত ফি নিম্নরূপ— সভাপতি ১২,০০০ টাকা, সহ-সভাপতি ৯,০০০ টাকা, সাধারণ সম্পাদক ১০,০০০ টাকা, সহ-সাধারণ সম্পাদক ৯,০০০ টাকা, সাংগঠনিক সম্পাদক ১২,০০০ টাকা, কোষাধ্যক্ষ ১০,০০০ টাকা এবং কার্যনির্বাহী সদস্য (৫ জন) প্রত্যেকে ৮,০০০ টাকা।
সকল প্রার্থীকে নির্ধারিত অর্থ অগ্রণী ব্যাংক জকিগঞ্জ শাখার হিসাব নম্বর ০৩০০০৮৩০১৮৬৭১-এ জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা পৌরসভায় রেজিস্টারভুক্ত নন বা ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তারা ভোটার হিসেবে বিবেচিত হবেন না।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ীদের নিয়ম মেনে সময়মতো মনোনয়নপত্র দাখিলের আহ্বান জানিয়েছেন।
