জকিগঞ্জে কীটনাশকের ফ্রিজে দুধ, দুই দোকানে জরিমানা


জকিগঞ্জ প্রতিনিধি 


জকিগঞ্জে কীটনাশক ও গবাদিপশুর ওষুধের সঙ্গে একই ফ্রিজে গরুর দুধ রাখার অপরাধে দুটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ‘শাহপরান কীটনাশক বাজার’ ও ‘রণি বীজঘর’ নামের দুটি দোকানে কীটনাশক সংরক্ষণের ফ্রিজেই তরল দুধ রাখা হয়—এমন প্রমাণ মেলে। খাদ্যদ্রব্যের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরির অভিযোগে প্রত্যেক দোকানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, “দুধ ও কীটনাশক একসঙ্গে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। খাদ্যনিরাপত্তার স্বার্থে এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” 

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দোকানদারদের সতর্ক করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন