তোহফায়ে হুফফাজ স্মরণীকার মোড়ক উন্মোচন ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার বাজারাকোনা হযরত শাহ মঈন উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে অনুষ্ঠিত হয় ‘তোহফায়ে হুফফাজ’ স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. সেলিম তালুকদার এবং সঞ্চালনা করেন মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ ইজাজুল ইসলাম এবং ইসলামি সংগীত পরিবেশন করেন মো. মাহীনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন—মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, সমাজসেবা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারের উপপরিচালক মো. ফারুক আলম, মৌলভীবাজার সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, ওয়াকফ পরিদর্শক কার্যালয়, মৌলভীবাজারের হিসাব নিরীক্ষক মো. আবদুল কাদের, মৌলভীবাজার মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. মঈন বখত আনসারী, সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের আহ্বায়ক এইচ. এম. মুশতাক আহমদ, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মিয়া চৌধুরী, ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হক সেফুল, ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান আহমদ সাজু এবং সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে “পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. সেলিম তালুকদার এবং সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি ছিলেন—মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শামসুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি, মৌলভীবাজার সদরের সভাপতি মুফতি মাওলানা রুহুল আমিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, মৌলভীবাজার সদরের সভাপতি হাফিজ আব্দুর রশিদ, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলার সভাপতি মকবুল হোসেন খান এবং কনফিডেন্ট কে.জি. অ্যান্ড হাই স্কুলের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।