বিশ্বনাথ প্রতিনিধি:
জনপ্রিয় অনলাইন গ্রুপ “আবাবিল অটো অ্যাপ্রুভাল”-এর উদ্যোগে গ্রুপের সদস্য ও মিশর প্রবাসী মো. সালাম মিয়া-এর স্বদেশ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরে এক প্রাণবন্ত পরিবেশে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের অ্যাডমিন আজমল হোসেন বুলবুল এবং পরিচালনা করেন অ্যাডমিন মো. মাসুম নূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মশিউর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানী, সালিশ ব্যক্তিত্ব ইকবাল হোসেন, সমাজসেবক রুবেল মিয়া, আশার আলো যুব সংঘের সভাপতি এজাজ আহমদ, সাংবাদিক কামরুল আশিকী ও মো. আব্দুল্লাহ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মো. আবু সালেহ, এবং স্বাগত বক্তব্য রাখেন আখতারুজ্জামান জাহিদ, সহকারী শিক্ষক, বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল আহমদ, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ী মো. বাবলা, গিটারিস্ট সাজন আহমেদ, কনটেন্ট ক্রিয়েটর আনোয়ার মিয়া, ব্যবসায়ী শাহ আলম, আরকান আলী রাজা, মোহাম্মদ মিলাদ মিয়া, জামাল আহমদ, আব্দুর রহমান, কয়ছর আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “আবাবিল অটো অ্যাপ্রুভাল শুধুমাত্র একটি ফেসবুক গ্রুপ নয়, এটি একটি পরিবার। এখান থেকে প্রতিনিয়ত বন্ধুত্ব, সহযোগিতা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ছে।”
তারা আরও বলেন, গ্রুপটি অনলাইন কার্যক্রমের পাশাপাশি অফলাইনে মানবকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা গ্রুপের ঐক্য ও অগ্রগতির জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শেষে গ্রুপের পক্ষ থেকে সকল অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানানো হয়, যারা উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করে তোলেন।
