স্টাফ রিপোর্ট
সিলেটে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছেন আমান এসোসিয়েট নামের একটি ট্রাভেল এজেন্সির পরিচালক মো. বদরুজ্জামান তানভীর (৩২)।
অভিযুক্ত তানভীর সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকার বাসিন্দা নুরুজ্জামানের ছেলে। তিনি নগরীর কাজীটুলাস্থ এস এস মার্কেটে ‘আমান এসোসিয়েট’ নামে ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন।
জানা গেছে, বিদেশে পাঠানোর কথা বলে তানভীর বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে কাউকে বিদেশে না পাঠিয়ে এবং টাকা ফেরত না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। এতে ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতারণার শিকার ব্যক্তিরা জানিয়েছেন, তানভীর তাদের কাছ থেকে বিভিন্ন সময় ৫ লাখ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ প্রায় দুই কোটি টাকারও বেশি।
এ ঘটনায় প্রতারিত তিনজন পৃথকভাবে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বদরুজ্জামান তানভীরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাগুলো গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, ঘটনার পর থেকে বদরুজ্জামান তানভীর আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।