মৌলভীবাজারের রাজনগরে এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মসুদ নামের এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার মাদক কারবারের কারণে এলাকার তরুণ প্রজন্ম নেশার দিকে ঝুঁকে পড়ে এবং চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে।
প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে শনিবার থেকে স্থানীয়রা স্বেচ্ছায় মাদকবিরোধী পাহারা শুরু করেন। রবিবার সকালে গাঁজাসহ একজনকে আটক করার পর রাতেই মাদকচক্রের সদস্যরা হামলা চালায়। এতে শাহ অপু (২১), সোহান (২২), বাবু আহমদ (৫৫), ময়নু মিয়া (৪৫) ও শরীফ মিয়া (৩৭)সহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত শাহ অপুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার জেরে রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক কারবারি মসুদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।
রাজনগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের সব কিছুই পুড়ে গেছে।”
এ বিষয়ে জানতে মসুদ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খান বলেন, “এ ঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান প্রশংসনীয় হলেও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি দুঃখজনক।”
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
