শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেবে প্রবাসীদের সংগঠন নাজাত ফাউন্ডেশন
জকিগঞ্জ প্রতিনিধি
পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতে মেধা ও দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রবাসী সংগঠন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান আগামী শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী (শিঙ্গাইরকুড়ী), জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী এবং হবিগঞ্জের জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা মো. ইমাদ উদ্দিন, আহ্বায়ক, বৃত্তি ও সনদ প্রদান পরিষদ ২০২৫।
আয়োজকরা জানান, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার অন্তর্ভুক্ত সকল শাখা কেন্দ্রের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, বই ও সম্মাননা সনদ প্রদান করা হবে। নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী কামাল আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদ সহ অন্যান্য পরিচালকদের সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি বাস্তবায়িত হচ্ছে।
আয়োজকরা সকল শ্রেণির মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।
