কলেজ কর্তৃপক্ষের তদন্ত শুরু, বখাটে যুবকদের শনাক্তে সহায়তার আহবান
জকিগঞ্জ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছাত্রীদের উদ্দেশ্য করে অনভিপ্রেত ভিডিও তৈরি ও প্রচারের ঘটনায় জকিগঞ্জে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ায় ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ।
এক বিবৃতিতে তিনি বলেন, “ভিডিওতে অংশগ্রহণকারী দুইজন অসাধু যুবকের ছবি প্রকাশ করা হয়েছে। যারা তাদের সঠিক পরিচয়, নাম ও ঠিকানা নিশ্চিতভাবে জানাতে পারবেন, তাঁদের কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও অভিভাবকদের সমন্বয়ে এক বৈঠক আহ্বান করা হবে। আলোচনার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, “আমরা কোনোভাবেই অন্যায়ের কাছে নতি স্বীকার করব না। জকিগঞ্জের সুনাম ও আমাদের শিক্ষার্থীদের মানসম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
