গ্রামীণ জনগণের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত: অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার


নিজস্ব প্রতিবেদক 

পল্লী অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও জনমুখী করতে হবে—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।


তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে কাছের বিচারিক ভরসাস্থল। কম খরচে ও কম সময়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠাই এর মূল উদ্দেশ্য। ইউনিয়ন পরিষদ পর্যায়ে এসব বিরোধ নিষ্পত্তি হলে সময় ও হয়রানি—দুটোই কমে আসে।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।


অতিরিক্ত সচিব এদিন সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং সেখানে গ্রাম আদালতের একটি শুনানি (বিচার) কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।


পরে তিনি টুকেরবাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে চেয়ারম্যান সফিকুর রহমানসহ পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে তিনি গ্রাম আদালতের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (অডিট) মোহাম্মদ সামছুল হক, স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়কারী (ইউএনডিপি) বিভাষ চক্রবর্তী, সিলেট জেলা ম্যানেজার শওকত হাসান এবং উপজেলা সমন্বয়কারী গীতা রানী মোদক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন