মৌলভীবাজার প্রতিনিধি
সাংবাদিক মহল, সহকর্মী ও সর্বস্তরের মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজারের গুণী সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
ভোরের আলো ফোটার আগেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুসংবাদ। সকাল থেকেই সার্কিট হাউস সংলগ্ন বাসভবনে নেমে আসে শোকের ছায়া। প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় জমায় সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ।
দুপুর ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শোক ও শ্রদ্ধা অনুষ্ঠান। সহকর্মীরা এ সময় এই প্রথিতযশা সাংবাদিকের কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদান স্মরণ করেন। বিকেল ২টায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মরহুম তমাল ফেরদৌস দুলাল স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা বিএনপি, জামায়াতে ইসলামি, অনলাইন প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।