গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্ব। যারা আল্লাহভীরু ও জনগণের সেবায় নিবেদিত, তারাই পারে প্রকৃত উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠা করতে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লাউতা ইউনিয়নের গাংপারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, অতীতে বিয়ানীবাজার–গোলাপগঞ্জের জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করতে পারেননি। মানুষ এখন বুঝে গেছে— ইসলামপ্রিয় ও সৎ নেতৃত্ব ছাড়া দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এবারের নির্বাচনে যোগ্য, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জমিয়তের প্রার্থীরা জনগণের আমানত রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।
বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লাউতা ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা জালাল উদ্দীন, জনাব শাহাব উদ্দীন, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, লাউতা জমিয়ত সাংগঠনিক সম্পাদক জনাব আলী হোসেন মহরীর, বিয়ানীবাজার উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ এবং পৌর জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতী শরিফ আল হাসান।
সভায় স্থানীয় আলেম, পেশাজীবী, ব্যবসায়ী ও তরুণ সমাজের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। বক্তারা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উন্নয়নমুখী চিন্তা, ত্যাগী নেতৃত্ব ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন।