জকিগঞ্জে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর বাড়িতে দুর্ধর্ষ চুরি!


জকিগঞ্জ প্রতিনিধি : 

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে জানালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পরিবারের একমাত্র সদস্য স্ত্রীকে অসুস্থতার কারণে হাসপাতালে রেখে আব্দুল হান্নান গত ২৯ আগস্ট বাড়ি থেকে সিলেটে যান। দীর্ঘ চিকিৎসার পর গত ৪ সেপ্টেম্বর রাতে তিনি বাড়ি ফিরে দেখেন বসতঘরের সামনের দরজা বন্ধ থাকলেও দক্ষিণ পাশের কক্ষের জানালার গ্রীল ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে।

তল্লাশির পর তিনি জানতে পারেন, ঘর থেকে সহায়সম্পত্তির দলিলপত্র, মেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কিছু কাপড় এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ প্রসঙ্গে আব্দুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পরিবারে আর কেউ থাকে না। আমি স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়। দলিলপত্র ও সনদ হারিয়ে আমরা মারাত্মক সমস্যায় পড়লাম।”

ঘটনা সম্পর্কে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদুজ্জামান শাহেদ বলেন, “এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। আমরা ইতোমধ্যে থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ যদি কঠোর পদক্ষেপ নেয়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “জনগণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা আশা করি, জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন