বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ্। তিনি ছিলেন রূপালী পর্দার রাজপুত্র। মৃত্যুর ২৯ বছর পরেও যেন ভক্তদের হৃদয়ে আগের মতোই জীবন্ত তিনি। ৬ সেপ্টেম্বর এই কিংবদন্তি নায়কের মৃত্যুবার্ষিকী। দিনটি এলেই দেশজুড়ে ভক্তদের আবেগে জোয়ার আসে।
এবার প্রিয় নায়ককে ভিন্নভাবে স্মরণ করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আরিফ হোসেন বাবু। তিনি লিখেছেন, সুর করেছেন এবং নিজেই গেয়েছেন একটি আবেগঘন গান—‘স্বপ্নের নায়ক তুমি’। সংগীতায়োজন করেছেন নেয়ামত হোসেন।
গানটি প্রকাশিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, এরিন মাল্টিমিডিয়া মিউজিক চ্যানেলে। ইতিমধ্যেই সালমানপ্রেমীরা গানটি ঘিরে উৎসাহ প্রকাশ করছেন।
ভক্তদের মতে, সালমান শাহ কেবল একজন নায়ক নন, তিনি তাদের স্বপ্ন, আবেগ ও প্রেরণা। তার নাম শুনলেই আজও বুক কেঁপে ওঠে, চোখে ভেসে ওঠে রূপালি পর্দার সেই অদম্য হাসি। আরিফ হোসেন বাবুর গান যেন তাদের আবেগকেই কণ্ঠে রূপ দিচ্ছে।