গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

সুশীলন ও HCI’র উদ্যোগে আধুনিক শিক্ষা-স্বাস্থ্য সেবার যাত্রা শুরু


জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে সুশীলন ও Human Concern International (HCI)-এর যৌথ উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত সূচিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাস্থ্যশিবির এ প্রত্যন্ত জনপদের জন্য এক অনন্য অধ্যায় রচনা করল।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর শুরু হওয়া ভবনের নির্মাণকাজ চলতি বছরের ১৩ আগস্ট শেষ হয়। আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের তৃতীয় তলা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে প্রায় ৩৫০ শিক্ষার্থী এখন উন্নত ও আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আগে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় তাদের পড়াশোনায় সমস্যা হতো। নতুন ভবন চালু হওয়ায় এখন আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।


আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী বলেন, “সুশীলন ও HCI’র এ অবদান আমাদের প্রতিষ্ঠানের জন্য ঐতিহাসিক সংযোজন। এটি আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।”


এদিন আয়োজিত স্বাস্থ্যশিবিরে প্রায় ২০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শিশু রোগ, স্ত্রীরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অভিভাবকরা জানান, গ্রামীণ এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। এই শিবিরের মাধ্যমে তাদের সন্তানরা সঠিক চিকিৎসা সেবা পেয়েছে। একজন কিশোরী জানায়, চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে না পারলেও এ শিবিরে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় সে স্বস্তি পেয়েছে।

সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান অনুষ্ঠানে বলেন, “আমরা শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নই; শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি কাজ করে যাচ্ছি। এ অঞ্চলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী মাওলানা মো. ফখরুল হাসান রুতবাহ (যুক্তরাজ্য) দোয়া-মোনাজাতে আশা প্রকাশ করেন, হযরত আল্লামা গণিপুরী (রহ.)-এর বাড়িতে এ ধরনের খেদমত অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোস্তফা হোসেন চৌধুরী গিলমান ফুলতলী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোস্তাক আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির, প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, মেসার্স সুরমা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এমরান আহমদ, প্রধান প্রকৌশলী মো. আবু বকর মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন