সিলেটে টাইগারদের ঝড়, নেদারল্যান্ডসকে উড়িয়ে এগিয়ে গেল বাংলাদেশ


বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দেখা গেল দাপুটে বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টাইগাররা ৮ উইকেটের জয় তুলে নিয়েছে, আর সেই জয়ের আনন্দে ভাসলো পুরো গ্যালারি।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা সংগ্রামী হতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের হয়ে তেজা নিদামানুরু করেন সর্বোচ্চ ২৬ রান আর ম্যাক্স ও’ডাউড যোগ করেন ২৩। বাকিদের ব্যাট থেকে আসে খণ্ড খণ্ড রান, কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়ানো হয়নি কারও।

বাংলাদেশি দর্শকরা সবচেয়ে বেশি উল্লাস করেছে তাসকিন আহমেদের উইকেটগুলোতে। বল হাতে দাপট দেখিয়ে তিনি তুলে নেন ৪ উইকেট, খরচ করেন মাত্র ২৮ রান। তাঁর প্রতিটি বল যেন মাঠে এনে দিয়েছিল বাড়তি উত্তেজনা। তাঁকে দারুণ সঙ্গ দেন সাইফ হাসান (২ উইকেট) এবং মুস্তাফিজুর রহমান (১ উইকেট, ১৯ রান), যাদের নিয়ন্ত্রিত স্পেলেই ছোট হয়ে যায় নেদারল্যান্ডসের সংগ্রহ।

ছোট লক্ষ্য তাড়ায় গ্যালারিতে তখনও দর্শকদের উত্তেজনা তুঙ্গে। শুরুতে পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ এবং তানজিদ হাসান ২৪ বলে ২৯ রানের অবদান রাখেন। তবে মূল আনন্দের স্রোত বয়ে যায় লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটে। অধিনায়ক লিটন খেলেন অপরাজিত ৫৪ রানের দুর্দান্ত ইনিংস, আর সাইফ মাত্র ১৯ বলে খেলেন ঝোড়ো ৩৬ রান। মাঠে তখন দর্শকদের করতালি, ঢাক-ঢোল আর পতাকা নাচনের দৃশ্য। ১৩.৩ ওভারের মধ্যেই বাংলাদেশ জয় তুলে নেয়, হাতে থাকে ৩৯ বল।

প্রথম ম্যাচেই এভাবে একতরফা জয় পেয়ে পুরো দল যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই জয় মাঠে উপস্থিত দর্শকদের জন্য ছিল এক উৎসবের মতো। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লড়াইয়ের এই প্রথম অধ্যায় প্রমাণ করে দিয়েছে, টাইগাররা সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই এগোচ্ছে সামনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন