জকিগঞ্জে ছাত্র মজলিসের শিক্ষা সফর অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এ সফরে এসএসসি উত্তীর্ণ ও এইচএসসি ফলপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী এ শিক্ষা সফরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আহসান আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, শ্রমিক মজলিস কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার জেলা সভাপতি মাবরুর হুসাইন, জেলা সেক্রেটারি আবিদ হাসান, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সাবেক সভাপতি খালেদ আহমদ ও সাবেক সেক্রেটারি সুফিয়ানসহ অন্যান্য দায়িত্বশীলরা।

শিক্ষা সফরে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন