জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ঢাবি তালামীযের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

 

বাংলা সাহিত্যের অমর কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি—বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) ঢাকার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি তালামীয শাখার সভাপতি আফরাজ আল মাহমুদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা। তাঁরা কবির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সাহিত্য, সংগীত, ইসলামি গজল ও বিপ্লবী চেতনা থেকে প্রেরণা গ্রহণ করে সত্য, ন্যায় ও মানবতার পথে দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি আফরাজ আল মাহমুদ বলেন, “নজরুল ছিলেন বিদ্রোহের কবি, সাম্যের কবি। তিনি আমাদের শিখিয়েছেন কলম ও কণ্ঠের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণা।”

মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অগ্রগতি, ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

জাতীয় কবির প্রতি এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাবি তালামীয নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে নজরুলের বাণী ও আদর্শে উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন