মৌলভীবাজার জেলার তরুণ রিয়াজ—সদা হাস্যোজ্জ্বল, অমায়িক স্বভাবের এক মেধাবী ছাত্র। গত রামাদানে পবিত্র কুরআন বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার উদ্দেশ্যে ভর্তি হয়েছিল ফুলতলীর দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত ১২ রামাদ্বান (২০২৫ খ্রি.) পুকুরে ডুবে এই কিশোর ছাত্রের অকাল মৃত্যু ঘটে।
হঠাৎ বিদায়ে পরিবারসহ পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের কালো ছায়া। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়া পরিবারের মাথার ওপরে তখন ভাঙা টিনশেড ঘর।
এমন দুঃসময়ে মানবতার মূর্ত প্রতীক, যুগের হাতেমতাঈ খ্যাত হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত লতিফি হ্যান্ডস পাশে দাঁড়ায়। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়—রিয়াজের ভাঙা ঘর ভেঙে একটি নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।
আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। রিয়াজের পরিবারের জন্য নির্মিত পাকা ঘরের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর লতিফি হ্যান্ডস-এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি পরিবারের হাতে তুলে দেন।
নতুন ঘর হাতে পেয়ে পরিবার যেন পেলো বেঁচে থাকার নতুন সাহস। এলাকাবাসী এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। তারা আবেগভরে বলেন, “রিয়াজ চলে গেছে, কিন্তু তার স্মৃতি আজ পরিবারের এই পাকা আশ্রয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।”
স্থানীয়রা লতিফি হ্যান্ডস-এর এ মহৎ উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুম রিয়াজের রুহের মাগফেরাত কামনা করেন।
