লতিফিয়া ইমাম সমিতি কর্তৃক ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মীলাদ মাহফিল


জকিগঞ্জ প্রতিনিধি  :

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে জকিগঞ্জে দিনব্যাপী আলোচনা সভা, কিরাত, হামদ, নাত, তাওয়াল্লুদ প্রতিযোগিতা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে জকিগঞ্জ পৌরশহরের ইখওয়ান সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী।


লতিফিয়া ইমাম সমিতির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, ইসলামী আলোচক মাওলানা ডা. ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি ও উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান।

এর আগে স্বাগত বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান। ঈদে মীলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা হাবিবুর রহমান জাব্বির এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন শাহরিয়ার মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাশুক আহমদ আইয়রী, মাওলানা আব্দুল মালিক লালোগ্রামী, মাওলানা আব্দুল মালিক শীমেরবন্দীসহ লতিফিয়া ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

প্রতিযোগিতায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

শেষে সমিতির সহ-সভাপতি হাফিজ মাওলানা আলী হোসেনের সুললিত কণ্ঠে মীলাদ শরীফ পাঠ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন