সোনাপুর মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট ২০২৫) দুপুর ১২টায় মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলমের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ জানুয়ারি ২০২৬, শনিবার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের তালিকাভুক্তি ও প্রকাশিতব্য স্মারকের জন্য লেখা জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

আলোচনায় অংশ নেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল বাছিত, মাওলানা মোঃ ফখর উদ্দিন, মাসুক আহমদ, ডাঃ আব্দুল হালীম, মাওলানা মোঃ আব্দুর রহীমসহ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা নুমান আহমদ, মাওলানা মোঃ আব্দুল মালিক, জয়নাল আবেদিন, মাওলানা মোঃ এনামুল হক, মাওলানা মোঃ ছমির উদ্দিন, মাওলানা মোঃ মুহিববুর রহমান, মোঃ হিফজুর রহমান, মাওলানা মোঃ আব্দুর রউফ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আবুসাঈদ মোঃ আশিক, আলবাব হোসেন, সুলতান আহমদ, হাছন আহমদ, মিজানুর রহমান, সাদিকুল ইসলাম তুহিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন