দনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত



কানাইঘাট প্রতিনিধি: 

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন—জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আব্দুর রহমানসহ কয়েকজন ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। শনিবার (৩০ আগস্ট) বেলা দেড়টা পর্যন্ত তার মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, "আমরা এ ধরনের সংবাদ পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছি।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন