বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় তোয়াকুল বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল-আজাদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শওকত আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য ময়না মিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইউসুফ আলী, যুবদল নেতা জামিল আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজ উদ্দিন প্রমুখ।
এছাড়া নবগঠিত জিয়া সাইবার ফোর্স তোয়াকুল ইউনিয়ন শাখার সভাপতি ফয়ছল আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
