সিলেটে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস


আজ শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ দল আপাতত পুরো মনোযোগ সিরিজের দিকে রেখেছে, এশিয়া কাপে নয়।

নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক মনে করছেন, সিলেটের উইকেট তাদের জন্য ইতিবাচক। তিনি বলেন, বাংলাদেশকে হারানো সহজ নয়, তবে এটি আমাদের শক্তি দেখানোর সেরা সুযোগ। আমরা প্রস্তুত এবং আত্মবিশ্বাসী উইকেট আমাদের আশা জাগিয়েছে।

বাংলাদেশের হেড কোচ ফিল সিমনন্স বলেন, জয়-পরাজয় নিয়ে বেশি ভাবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দল ভালো খেলা দেখানো। তিনি যোগ করেন, দূর্বল মনে করা ডাচদের বিপক্ষে হারলেও সমালোচনা আসবে, তবে পারফরমেন্সকেই আমরা প্রধান লক্ষ্য হিসেবে দেখছি।

প্রস্তুতির দীর্ঘ পর বাংলাদেশের পারফরমেন্সের মান কোথায়, তা জানতে চাওয়ায় সিমনন্স বলেন, মিরপুরের পারফরমেন্স আমাদের ধর্তব্যের মধ্যে নেই। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পারফরমেন্সটাই আমাদের বেঞ্চমার্ক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন