ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৪ ধাপের রোডম্যাপ ঘোষণা ইসি-র

ছবি : সংগ্রহকৃত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ২৪ ধাপের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এতে সময়সীমা অনুযায়ী নির্বাচনের তফসিল, ভোটার তালিকা হালনাগাদ এবং রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন যাচাই-বাছাইসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি ধাপগুলো উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে এই রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি জানায়, নির্বাচনের তফসিল প্রকাশ হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। সংলাপ ও আলোচনা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, যেখানে রাজনৈতিক দলসহ সব অংশগ্রহণকারী পক্ষের সঙ্গে বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করা হবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এই রোডম্যাপ অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং দেশের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে। 

চার কমিশনারের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোডম্যাপটি অনুমোদিত হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন