![]() |
| ছবি: সংগ্রহকৃত |
১. স্ক্রিনের উজ্জ্বলতা সবসময় বেশি রাখা
ফোনের ডিসপ্লে হলো সবচেয়ে বড় ব্যাটারি খরচকারী। বেশি উজ্জ্বলতা শুধু চোখের জন্য সমস্যা নয়, বরং ব্যাটারিও দ্রুত শেষ করে। সমাধান হলো অটো ব্রাইটনেস ব্যবহার করা বা প্রয়োজন অনুযায়ী কম রাখা। সূর্যের আলোতে ফোন ব্যবহার করলে ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, আর ঘরে বা কম আলোতে কমিয়ে দেবে।
২. অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু রাখা
অনেক সময় সোশ্যাল মিডিয়া, গেম বা অন্যান্য অ্যাপ একবারই চালু করে রেখে দেওয়া হয়। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ব্যাটারি দ্রুত শেষ করে। সমাধান হলো ফোনের Battery Usage বা Background Activity অপশন ব্যবহার করে অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ রাখা।
৩. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা
ফোন চার্জ হওয়ার সময় ভিডিও দেখা, গেম খেলা বা ইন্টারনেট চালানো ব্যাটারির জন্য ক্ষতিকর। এতে চার্জিং স্পিডও কমে যায়। সমাধান হলো চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করা।
৪.অন্য ফোনের চার্জার ব্যবহার
অনেকেই ফোনের আসল চার্জারের বদলে অন্যের চার্জার ব্যবহার করেন বা নষ্ট হয়ে গেলে অন্য চার্জার দিয়ে চার্জ দেন। এটি ব্যাটারির জন্য খুব ক্ষতিকর। ভিন্ন চার্জার ব্যবহার করলে ভোল্টেজ বা কারেন্ট সঠিকভাবে পৌঁছায় না, ফলে ব্যাটারি দ্রুত নষ্ট হয় এবং চার্জ ধরে না। সমাধান হলো সবসময় ফোনের ব্র্যান্ড অনুযায়ী আসল চার্জার ব্যবহার করা, এবং যদি চার্জার নষ্ট হয়, সেক্ষেত্রে ব্যাটারির এম্পিয়ার অনুযায়ী নতুন একটি আসল চার্জার কিনে শুধু সেই ফোনের জন্য ব্যবহার করা।
৫. ওয়াইফাই, ব্লুটুথ ও লোকেশন সার্ভিস সবসময় চালু রাখা
ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ ওয়াইফাই, ব্লুটুথ ও লোকেশন খুঁজতে থাকে এবং ব্যাটারি দ্রুত খরচ হয়। সমাধান হলো ব্যবহার না হলে এগুলো বন্ধ রাখা।
