মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় অংশীজনদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে নিয়মিত পদক্ষেপ গ্রহণ জরুরি। এর ফলে গ্রামের ছোটখাটো বিরোধ অতি সহজে ইউনিয়ন পর্যায়ে নিষ্পত্তি সম্ভব হবে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারলে এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মৌলভীবাজারের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শাহীনা আক্তার। সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম।
সিলেট ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় সরকারি-বেসরকারি অংশীজনদের ভূমিকা নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিসার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত প্রতিনিধিবৃন্দ।
