সিলেটে আপ বাংলাদেশের ৫০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক, সিলেট:

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সিলেট জেলা শাখার ৫০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন—

আহ্বায়ক: সাদমান আলম

যুগ্ম আহ্বায়ক: আব্দুর রহমান

সদস্য সচিব: সাইফুর রহমান মাসুম

যুগ্ম সদস্য সচিব: আবিদ আহমদ ও ডা. রুবেল আহমদ

বাকি সদস্যদের মধ্যে রয়েছেন নাইমুজ্জামান সানি, সাদিকুর রহমান, আনু মিয়া, অপূর্ব দাস অপু, নুর মোহাম্মদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ সাদিকুল ইসলাম, আবুল হাসান, তারেক আহমদ নাহিদ, সাইফুর রহমান নাহিদ, আফজল হোসেন, মুসলিম উদ্দিন, আলতাফ আল মাহমুদ, আব্দুল খালেক, রাজিব মোহাম্মদ রায়হান, ফজলে রাব্বি রাহি, মিজান উদ্দিনসহ মোট ৫০ জন।


নবগঠিত কমিটি ফ্যাসিবাদ প্রতিরোধ, আধিপত্যবাদ ভাঙা, ধর্মবিদ্বেষমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের উদ্দেশ্য হলো গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও নতুন প্রজন্মের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি গড়ে তোলা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন