খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা : জেলা প্রশাসক

 

শাহ্ মাশুক নাঈম, সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ সমাধান এবং ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার (২৭ আগস্ট) বিকালে তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ ও বাংলাবাজার মাদ্রাসাসহ নদীতীরবর্তী এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্যামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড বসানোর নির্দেশ দেন।

পরিদর্শনের পর তিনি বলেন, “খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। ইজারাদারদের এক সপ্তাহের মধ্যে তাদের ড্রেজার মেশিন সরিয়ে নিতে হবে। নীতিমালা অমান্য করে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বালু উত্তোলন করতে হলে নির্ধারিত দূরত্ব বজায় রেখে সনাতন পদ্ধতি অনুসরণ করতে হবে।”

বালু উত্তোলনের ফলে রাবারড্যামের ক্ষতি বিষয়ে তিনি বলেন, “এলজিইডিকে ইতোমধ্যেই খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের প্রভাব তদন্তের জন্য বলা হয়েছে। যদি ক্ষতি প্রমাণিত হয়, তবে ইজারাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন