তিনি আরও বলেন, “ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের কার্যক্রম আজ কতটা ব্যর্থ হয়েছে তা আমরা সকলেই দেখেছি। মানবাধিকারের নামে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আমরা নই। তাই দ্রুত এই চুক্তি বাতিল হওয়া উচিত।”
মিছিল ও সমাবেশে দারুল উলূম কানাইঘাটের শায়খুল হাদীস খলিফায়ে বায়মপুরী শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে এবং মুফতি ইবাদুর রহমান ও কারী মাও. হারুন আহমদ-এর যৌথ পরিচালনায় তেলাওয়াত করা হয়। মুশাহিদিয়া কেরায় বিভাগের প্রধান কারী সাজ্জাদুর রহমান তেলাওয়াতের নেতৃত্ব দেন।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি, খলিফায়ে ফেদায়ে মিল্লাত, দারুল উলূম কানাইঘাটের শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দীন দুর্লভপুরী। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “ইসলাম ও মুসলমানদের পক্ষে জাতিসংঘ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। তাই বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের কোনো প্রয়োজন নেই। ইন্টারিম সরকার যেন দ্রুত চুক্তি বাতিল করে।”
সভায় প্রস্তাবনা পাঠ করেন জমিয়তে উলামা বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, পূর্ব সিলেট আযাদ দীনী এদারা বোর্ডের শিক্ষাসচিব মাও. শামসুদ্দিন দুর্লভপুরী। এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটি, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাও. জয়নুল আবেদীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরীর দোয়া ও নসিহতের মাধ্যমে সমাপ্ত হয়।