আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ৩১ আগস্ট ২০২৫

সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টির আবহাওয়ার খবর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার (৩১ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা) দেশের আটটি বিভাগের মধ্যে অন্তত সাতটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উড়িষ্যা উপকূলসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত অক্ষ সক্রিয় রয়েছে। এর ফলে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এ অবস্থার প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন