সিলেট অঞ্চলের পরিচিত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জাকারিয়া হোসেইন রোববার (৩১ আগস্ট) ভোর পৌনে ছয়টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে সাংবাদিক কাউসার চৌধুরী মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই দিন লাইফ সাপোর্টে ছিলেন এ প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ।
ডা. জাকারিয়া হোসেইন শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে নয়, দেশের পর্যটন খাতেও সক্রিয় ছিলেন। সিলেটে তিনি জাকারিয়া সিটি নামে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলেন।