সিলেটের বারুতখানায় ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


সিলেট নগরের বারুতখানা এলাকার একটি ভবনের ছাদ থেকে রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। লাশের পাশে একটি প্লাসও পাওয়া গেছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন