গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তরপাড়া) গ্রামের সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী হুসনেআরা বেগম (২৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে প্রতিদিনের মতো স্বামী-প্রবাসী হুসনেআরা তার দুই সন্তান—প্রিতি (৪) ও লাবিবকে (৩)—নিয়ে ঘরে ঘুমান। পরদিন ভোরে সন্তানদের কান্নার শব্দ শুনে শাশুড়ি ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা খোলা হয়। এসময় ঘরের ভেতরে বাঁশ-টিনের ঘরের তীরে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সবাই।

খবর পেয়ে স্বজনরা পুলিশকে জানালে, রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, “আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। উপস্থিত স্বজনদের সঙ্গে নিয়ে লাশ নামানো হয় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন