জকিগঞ্জে একই রাতে পরপর ৩ টি ছিনতাই, আহত ৩ : এলাকাজুড়ে আতঙ্ক


জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে একই রাতে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিনজন, এবং পুরো উপজেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বারঠাকুরী ইউনিয়নের শাহ শিতালং (রহ.) মাজার গেইট এলাকায়। খাশিরচক গ্রামের জালাল মিয়া (৬০) তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং তিনি আহত হন।

এর আগে রাত ৯টার দিকে কসকনকপুর ইউনিয়নের ডরের মোরা এলাকায় ঘটে দ্বিতীয় ঘটনা। সদরপুর গ্রামের ময়নুল হকের ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি ছিনতাইকারীরা যাত্রী সেজে ভাড়া করে নেয়। গন্তব্যে পৌঁছানোর পর চালককে শারীরিকভাবে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। গাড়িটি ‘আরিফা এন্ড রেদওয়ান পরিবহন’ নামে পরিচিত এবং মাত্র ৪ মাস আগে কেনা হয়েছিল।

রাত আনুমানিক আড়াইটার দিকে তৃতীয় ঘটনাটি ঘটে বীরশ্রী ইউনিয়নের পীরনগর চিরপুর গ্রামে। স্থানীয় ব্যবসায়ী আইনুল হকের দোকানে ঢুকে দুর্বৃত্তরা তার মালামাল নিয়ে যায়। আইনুল হক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এই বিষয়ে জকিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রমজান আলী জানান, পুলিশ ঘটনাগুলোর বিষয়ে অবগত এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন