তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ব্যবসায়ী সুহেল আহমদের (৩৫) চারটি ভেড়া চুরির সাতদিন পর অবশেষে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।
গত ১৬ নভেম্বর রোববার বাদাঘাট বাজার থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের চারটি ভেড়া চুরি হয়। এ ঘটনায় সুহেল আহমদ বাদাঘাট মোল্লাপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে সোহাগ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে—চুরি হওয়া ভেড়াগুলো শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে সোহাগ মিয়ার শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারটি ভেড়া উদ্ধার করে।
অভিযোগে বলা হয়, বাদীর মোট ১১টি ভেড়া বাজারে রাখা ছিল। সেদিন ১নং ও ২নং বিবাদী চারটি ভেড়া তুলে নিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, ভেড়াগুলো ৩নং বিবাদী সোহাগ মিয়ার কাছে আছে। সোহাগ দাবি করে—সে নাকি অন্য দুই অভিযুক্তের কাছ থেকে ১১ হাজার টাকায় ভেড়াগুলো কিনেছে এবং ভেড়া ফেরত দিতে ১৫ হাজার টাকা দাবি করে।
ঘটনার পর এলাকায় সালিশের চেষ্টা হলেও অভিযুক্তরা তাতে সাড়া দেয়নি। অভিযোগকারী জানান, বিবাদীরা এলাকায় চিহ্নিত উশৃঙ্খল ও খারাপ প্রকৃতির লোক, তাদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।
পরে যাচাই-বাছাই শেষে পুলিশ রবিবার (২৩ নভেম্বর) সোহাগের শ্বশুরবাড়ি থেকে চারটি ভেড়া উদ্ধার করে বাদীর কাছে হস্তান্তর করে।
এব্যাপারে অভিযুক্ত সোহাগের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
