বিশ্বনাথে কানাডা প্রবাসী এমআর আজিজের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ‎


বিশ্বনাথ প্রতিনিধি

‎সিলেটের বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে জুলাই বিপ্লব নিয়ে মতবিনিময় করেছেন কানাডার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এমআর আজিজ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌরশহরের নতুনবাজার এলাকার তাঁর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় এমআর আজিজ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের সফলতা কোনো ব্যক্তি বা দলের একার নয়; এটি সমগ্র বাঙালি জাতির অর্জন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরাও প্রবাসে রাজপথে নেমে সেই আন্দোলনের অংশ হয়েছিলাম।”

‎তিনি আরও বলেন, কানাডায় সিলেট বিভাগের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। করোনা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশাপাশি টরন্টো বাংলা পাড়া ক্লাবের মাধ্যমে প্রবাসীদের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রেখে চলেছে তারা।

‎নতুন করে কানাডায় যাওয়া বাঙালিদের সার্বিক সহযোগিতা করাও তাদের সংগঠনের অগ্রাধিকার বলে জানান এমআর আজিজ।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করছি ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্মরণীয় হবে। ভোটাররা উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন স্বচ্ছ হলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আমার আছে বিশেষ করে বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে।”

‎মতবিনিময় সভায় রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী রফিজ আলীসহ অন্যরা বক্তব্য দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন