সিলেটের বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে জুলাই বিপ্লব নিয়ে মতবিনিময় করেছেন কানাডার ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলা পাড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এমআর আজিজ। রোববার (২৩ নভেম্বর) দুপুরে পৌরশহরের নতুনবাজার এলাকার তাঁর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমআর আজিজ বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের সফলতা কোনো ব্যক্তি বা দলের একার নয়; এটি সমগ্র বাঙালি জাতির অর্জন। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরাও প্রবাসে রাজপথে নেমে সেই আন্দোলনের অংশ হয়েছিলাম।”
তিনি আরও বলেন, কানাডায় সিলেট বিভাগের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। করোনা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়েছে। পাশাপাশি টরন্টো বাংলা পাড়া ক্লাবের মাধ্যমে প্রবাসীদের ক্রীড়াঙ্গনেও ভূমিকা রেখে চলেছে তারা।
নতুন করে কানাডায় যাওয়া বাঙালিদের সার্বিক সহযোগিতা করাও তাদের সংগঠনের অগ্রাধিকার বলে জানান এমআর আজিজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করছি ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্মরণীয় হবে। ভোটাররা উৎসাহ নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন স্বচ্ছ হলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আমার আছে বিশেষ করে বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে।”
মতবিনিময় সভায় রাজনীতিবিদ ও সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী রফিজ আলীসহ অন্যরা বক্তব্য দেন।
