জকিগঞ্জে বারহাল ইউনিয়ন জামায়াতের যুব ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত যুব ও শ্রমিক সমাবেশ শুক্রবার (২১ নভেম্বর) বাদ এশা বারহাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।

তিনি বলেন, যুবক ও শ্রমিক—এই দুই শক্তিই একটি দেশের উন্নয়নের মূলভিত্তি। যুবসমাজের উদ্যম আর শ্রমিক সমাজের পরিশ্রম মিলেই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার প্রধান চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন—
“ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমঘণ্টার সঠিক ব্যবস্থাপনা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শ্রমিকের মুখে হাসি থাকলে দেশ এগোয়।”

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার যুগ—এ যুগে টিকে থাকতে হলে যুবকদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিজ্ঞান, শিক্ষায় সমতা, সঠিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ অর্জন অত্যন্ত জরুরি। নৈতিক, শিক্ষিত ও দায়িত্ববান যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে।

হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন—
“শ্রমিক ও যুবকের ঐক্য যত দৃঢ় হবে, ততই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সহজ হবে। অন্যায়, বৈষম্য, শোষণ ও দুর্নীতি মোকাবিলা করতে হলে আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য শুধু অর্থনৈতিক উন্নতি নয়, একটি মানবিক, ন্যায়ভিত্তিক, সমতা ও সুযোগসুবিধা সমৃদ্ধ সমাজ গড়া—যেখানে সবাই সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি নিজাম উদ্দিন খান, সাবেক উপজেলা আমীর গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন, জামায়াত নেতা আব্দুর রহিম, শ্রমিক নেতা আব্দুস সামাদ ও যুব নেতা আবিদুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন