রাজনগর প্রতিনিধি
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, “আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তা'আলা ও তাঁর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ (সা.)–এর সন্তুষ্টি অর্জন। এজন্য প্রয়োজন উন্নত চরিত্র, বিনয়ী আচরণ এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।” তিনি বলেন, একজন প্রকৃত তালামীয কর্মী কেবল পাঠ্যজীবনে নয়—সমাজ, দেশ ও দ্বীনের খেদমতে সবসময় আদর্শ ও অনুকরণীয় ভূমিকা রাখতে হবে। যাতে মানুষ তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ রাখে।
“আমরা যেন শুধু সফল ছাত্র নয়, বরং সফল ও আদর্শ মানুষ হতে পারি—এটাই আমাদের প্রধান কর্তব্য,” যোগ করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় লালাপুর এল.কে.এইচ দাখিল মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখা আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল-ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হাফিজ কাওছার আহমদ, আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আলাউর রহমান টিপু।
প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জামাল আহমদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা হাফিজ মামুন আহমদ, তালামীযের প্রচার সম্পাদক আলী হোসাইন মিতুল, অফিস সম্পাদক রুমেন আহমদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য দেন—লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রব, আল-ইসলাহ রাজনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান, তালামীযের সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম শাহান, সাহেদ আহমদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর সভাপতি হাফিজ শাহ নেওয়াজ আহমদ।
সভাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলা শাখার সভাপতি শেখ জহিরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সালেহ শিপু ও সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল ইসলাম।
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুহিবুর রহমান কাওছার, মাওলানা হাসান আহমদ ও ফজলে রাব্বি খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুনেদ তরফদার, মাওলানা রমজান আলী, আলী হোসেন, হাফিজ সালমান আহমদ, শায়েখ আহমদ তালুকদার, রাহেল খান প্রমুখ।